1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

নবীগঞ্জে ‘বিকাশ ‘প্রতারকের খপ্পড়ে পড়ে সর্বশান্ত কৃষক পরিবার

  • আপডেট টাইম : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৩০০ বার পঠিত

নবীগঞ্জ প্রতিনিধি:  নবীগঞ্জের এক কৃষক পরিবারের স্কুল পড়ুয়া মেয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় বিকাশ  প্রতারকের খপ্পড়ে পড়ে সোয়া লাখ টাকা বিকাশে প্রদান করার পর কতিপয় প্রতারক হাওয়া হয়ে গেছেন। ফলে জায়গা ভুমি বিক্রি করে বিকাশ দোকানের সোয়া লাখ টাকা পরিশোধ করতে হচ্ছে ওই কৃষক পরিবারকে। সুত্রে জানাযায়, উপজেলার করগাওঁ ইউনিয়নের মুক্তাহার  গ্রামের আকল দাশের স্কুল পড়ুয়া মেয়ের মোবাইল নাম্বারে বিকাশ  কোম্পানির পরিচয়ে জনৈক প্রতারক ফোন করে তার নামে ১০ লাখ টাকা লটারী লেগেছে মর্মে জানায়। স্কুল পড়ুুয়া মেয়ে হতভম্ভ হয়ে সে টাকা পাওয়ার পদ্ধতি জানতে চাইলে প্রতারক জানায় বিষয়টি কারো সাথে শেয়ার না করে যে কোন বিকাশ দোকান থেকে তাদের দেয়া মোবাইল নাম্বারে সোয়া লাখ টাকা বিকাশে প্রদান করলেই তারা লটারীর টাকা পরিশোধ করবে।

লোভনীয় এই অফার পেয়ে মেয়েটি তার মা প্রতীমা রানী দাশকে সাথে নিয়ে এসে পুর্ব পরিচয়ের সুত্রধরে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ একটেল শপে এসে বিকাশে পর্যায়ক্রমে ১ লাখ ১৮ হাজার টাকা প্রতারকদের দেয়া নাম্বারে প্রেরন করে। ততক্ষন ওই প্রতারক চক্রটি মেয়েটির সাথে ফোনে আলাপরত ছিল। টাকা পাঠানো শেষ হওয়ার সাথে সাথে ওই ফোন নাম্বারটিও বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষন অপেক্ষা করে ওই ফোন নাম্বার বন্ধ থাকায় ধরা পড়ে তারা প্রতারনার শিকার হয়েছে। এদিকে অসহায় কৃষকের স্কুল পড়ুুয়া মেয়ে ও তার মা বিকাশ দোকানের সোয়া লাখ টাকা পরিশোধ করতে অক্ষম। এক পর্যায়ে স্থানীয় গণ্যমান্য মুরুব্বীয়ান ১ মাসের মধ্যে ওই ব্যবসায়ীর সোয়া লাখ টাকা পরিশোধের সিদ্ধান্ত দেন। উক্ত প্রতারনার শিকার হয়ে কৃষক পরিবার পথে বসেছে। প্রায়ই এমন প্রতারনার শিকার হচ্ছেন সাধারন মানুষ।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..