1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৩:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
১৭ মার্চ ওড়াতে হবে জাতীয় পতাকা, প্রজ্ঞাপন জারি, পাহাড়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : আইজিপি, অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগী হয়রানি করবেন না : রাষ্ট্রপতি, সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া, পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গণমাধ্যম-পরিবেশমন্ত্রী,সাবেক এমপি নাসের রহমানের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে পুলিশের বাধা পেরিয়ে মৌলভীবাজারে বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ, রমজানে মানুষের কষ্ট লাঘবে ব্যবস্থা নিয়েছি : প্রধানমন্ত্রী, রমজানে বাজার অস্বাভাবিক হলে ডিসিদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ, গুলিস্তান-সায়েন্সল্যাবের বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা নেই : আইজিপি.সপ্তাহে তিন দিন ছুটির কথা ভাবছে সৌদি সরকার. মিয়ানমারে বৌদ্ধ মঠে সেনাবাহিনীর হামলা : নিহত ৩

সাবেক সরকারের মন্ত্রীদের চায় না তালেবান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৩৩২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : আফগানিস্তানের অন্তর্র্বতী তালেবান সরকারের উপ-প্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদার বলেছেন, তারা সাবেক আশরাফ গনি সরকারের মন্ত্রীদের তাদের মন্ত্রিসভায় এনে তালেবান সরকারের ভাবমর্যাদা ক্ষুণ্ন করতে চান না।

বারাদার গত দুই বছর আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় তালেবানের নেতৃত্ব দিলেও গত বছরের ১৫ আগস্ট তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে অনেকটা নিষ্ক্রিয় ছিলেন। এ সময়ে তাকে যেমন গণমাধ্যম দেখা যায়নি তেমনি তার কোনো বক্তব্যও প্রকাশিত হয়নি।

তবে এবার তিনি তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের সরকারি টেলিভিশনে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। মঙ্গলবার সম্প্রচারিত ওই সাক্ষাৎকারে বারাদার বলেছেন, দদোহায় আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় ওয়াশিংটনের পক্ষ থেকে আমাদেরকে গনি সরকারের কয়েকজন মন্ত্রীর নাম প্রস্তাব করে তাদের নিয়ে যৌথ সরকার গঠন করার কথা বলা হয়েছিল।’

তিনি বলেন, ‘কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম দুর্নীতিতে অভ্যস্ত সাবেক সরকারের কর্মকর্তারা আমাদের সরকারে আসতে পারবে না। তাদের সংখ্যা কম হলেও তাদেরকে নেয়া হলে আমাদের সরকার ব্যবস্থার বদনাম হয়ে যাবে।”’

আব্দুল গনি বারাদার সরাসরি বলেন, ‘সাবেক সরকারের কর্মকর্তারা দূর্নীতি, হত্যা ও লুটতরাজে এতটা অভ্যস্ত হয়ে পড়েছে যে, তা থেকে বিরত থাকা তাদের পক্ষে সম্ভব নয়।’

বারাদার এমন সময় এ বক্তব্য দিলেন যখন আফগানিস্তানের সকল রাজনৈতিক পক্ষ ও জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের জন্য তালেবানের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। বিশ্বের বেশিরভাগ দেশ বলেছে, অংশগ্রহণমূলক সরকার গঠন ছাড়া তারা তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..