1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

চাঁদনীঘাট ইউনিয়নের ভোট পুন:গননা দাবিতে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১২৩৮ বার পঠিত

বিশ্বজিত কর: মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বারোটি কেন্দ্রে ভোট পুন:গননা ও পুন: নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ৩ চেয়ারম্যান ও দুই মেম্বার (সদস‍্য) প্রার্থী। আজ মঙ্গলবার বিকেলে প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের মাধ্যেমে লিখিত বক্তব্যে তারা বলেন, প্রার্থীরা হলেন, চশমা প্রতীকের মো. আসলাম মিয়া, ঘোড়া প্রতীকের তাহেরুল ইসলাম, টেলিফোন প্রতীকের ছাদিকুর রহমান, ৬নং ওয়ার্ডের সদস‍্য প্রার্থী জুনেদ আহমদ ও ৫নং ওয়ার্ডের সদস‍্য প্রার্থী হাবিবুর রহমান খাঁন। লিখিত বক্তব‍্যে প্রার্থীরা জানান, ভোটের দিন সরকার দলীয় প্রার্থী আখতার উদ্দিন আহমদ এর সমর্থকরা মমরুজপুর, বালিকান্দি ও মাজিদ কেন্দ্র, বলিয়ারভাগ কেন্দ্র, সাবিয়া কেন্দ্র, গুজারাই কেন্দ্র, ইসলামপুর কেন্দ্র, বর্ষিজুরা কেন্দ্র, হাজিরিয়া মাদ্রাসা কেন্দ্র, মাতারকাপন কেন্দ্র, সালামীটিলা কেন্দ্র, পশ্চিম দীঘলগজী কেন্দ্র ও শ‍্যামেরকোনা কেন্দ্রে আমাদের মনোনীত এজেন্টদেরকে হুমকী দিয়ে স্বাক্ষর নিয়ে বের করে দেওয়া হয়। এরপর ভোট গননার সময় আমাদের কোন এজেন্ট রাখা হয়নি। এছাড়া বর্ষিজুরা, ইসলামপুর ও মাতারকাপন এই ৩ কেন্দ্রে ভোট গননা করা হয়নি। গননা ব‍্যতিত ব‍্যালট বাক্স সদর উপজেলায় নিয়ে যাওয়া হয়। এসময় এজেন্ট ও সমর্থকরা প্রতিবাদ জানালে পুলিশ তাঁদের লাঠিচার্জ করে আখতার উদ্দিনের পক্ষে বিজয় দেখিয়ে দেওয়া হয়। এসময় আখতার উদ্দিন সমর্থিত মেম্বার প্রার্থীদের ও বিজয়ী দেখানো হয়। আমরা এপর্যন্ত কোন রিজাল্ট শীট পাইনি। সঠিক গননা হলেতো কেন্দ্রেই আমাদেরকে রিজাল্ট শীট দেওয়া হতো। তাই এবিষয়ে আমরা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছি। আমরা ট্রাইব‍্যুনালসহ উচ্চ আদালতে এবিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছি বলে জানান সংবাদ সম্মেলনে উপস্থিত প্রার্থীরা।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..