শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় অভিনেত্রী পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হলো। এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে।
ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক নজরুল ইসলামের আদালতে আজ বুধবার সকাল ১০টা ৩৭ মিনিটে মামলাটির অভিযোগ গঠনের ওপর শুনানি শুরু হয়। শুনানি শেষে অভিযোগ গঠনের পাশাপাশি সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ নির্ধারণ করে দেন বিচারক।
আদালতে পরীমনির পক্ষে শুনানি করেন নিলাঞ্জনা রিফাত সুরভী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন মহানগর পিপি আব্দুল্লাহ আবু।