1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সকলকে ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি

জ্বর গলা ব্যথা নিয়ে কাহিল শ্রীলেখা মিত্র

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৩১০ বার পঠিত

বিনোদন ডেস্ক : ভারতে করোনার ঢেউ আছড়ে পড়েছে। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা প্রায় দশ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে এবার জ্বরে কাহিল হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। মাথায় ব্যথা রয়েছে। তবে অভিনেত্রীর মতে কোভিড নয় বরং ভাইরাল ফিভার হয়েছে।

তবে এই সময় তিনি ভীষণ ভাবে মিস করছেন তার বাবা মায়ের আদর। শ্রীলেখা জানান, জ্বর হলে তার বাবাই মাথা টিপে দিতেন। নিজের বাবা-মায়ের শাল জড়িয়ে লাইভে এসে নিজেই জানান আপাতত স্থিতিশীল তিনি। শ্রীলেখা তার ফেসবুকে লেখেন, ‘বাবা মায়ের টুম্পা ও সোনামনি হতে চাই।’

করোনা যেভাবে বাড়ছে তাতে উদ্বিগ্ন দেশটির সরকার। শুধু তাই নয়, টলিপাড়ায় একাধিক সেলেব্রিটি এই মুহূর্তে কোভিডে আক্রান্ত। বুধবার কোভিড আক্রান্তের খবর পাওয়া গিয়েছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষের। অন্যদিকে গত কালই খবর আসে কোভিডে আক্রান্ত হয়েছেন টলিউডের পাওয়ার কাপল রাজ-শুভশ্রী। ছোট্ট ইউভানকে ছেড়ে নিভৃতবাসে থাকতে হচ্ছে রাজ-শুভশ্রীকে। ওই একই দিনে কোভিডে আক্রান্ত হন কবি শ্রীজাত। বর্তমানে আইসোলেশনে রয়েছেন তিনিও।

এর আগেও করোনা আক্রান্ত হয়েছিলেন শ্রীজাত। তবে এবার আক্রান্ত হলেন টিকার ডবল ডোজ নেওয়ার পর। তবে দু’ টি টিকা নেওয়ার পর শুধু শ্রীজাত নন, একাধিক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। তারও ডবল ভ্যাকসিনেশন হয়েছিল বলেই খবর। সম্প্রতি অভিনেত্রী তথা রাজনীতিক পার্নো মিত্রও কোভিড আক্রান্ত হয়েছেন। এখানেই শেষ নয়, এর মধ্যে দেবের করোনা আক্রান্ত হওয়ার ভুয়া খবর ছড়ায়। অনুরাগীদের আশ্বস্ত করে দেব নিজের টুইটারে লেখেন, ‘আমার করোনা আক্রান্ত হওয়ার গুঞ্জন আপাতত মিথ্যা। সকালে টেস্ট করিয়েছি। রাতে রিপোর্ট পাব।’

দেবের করোনা আক্রান্ত হওয়ার খবরে স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছিলে অনুরাগীদের কপালে। এই পরিস্থিতিতে সকলকে সাবধান ও সতর্ক থাকার বার্তা দেন সাংসদ। তিনি বলেছেন, ‘আমরা লড়াই করছি। তাই সিনেমা, জনসভা, মেলা, জমায়েত পরেও করা যেতে পারে।’

প্রসঙ্গত, করোনার এই লাগামছাড়া সংক্রমণের কারণেই আপাতত স্থগিত রাখা হয়েছে ২৭ তম কলকাতা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব। সম্প্রতি শ্রীলেখাকে দেখা গিয়েছে ‘রুদ্রবীণার অভিশাপ’ সিরিজে। এছাড়াও ‘নির্ভয়া’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..