রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:১৮ অপরাহ্ন
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেদ্রে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুরো এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর আয়োজনে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আজ ৬ জানুয়ারী সকালে। মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজ এর সভাপতিত্বে ও রেডিও পলী কণ্ঠ এর ষ্ট্রেশন ম্যানেজার মেহেদী হাসান এর সঞ্চালনায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন- মৌলভীবাজার সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ (রুমি), মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌ. মোঃ মিজানুর রহমান, ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আক্তার হোসেন। এ সময় অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, নব-নির্বাচিত ইউপি সদস্য মোঃ জিলুর রহমান, তাজুল ইসলাম, সাংবাদিক আব্দুল বাছিত খান ও সাংবাদিক চিনু রঞ্জন তালুকদারসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, মসজিদের ইমাম, সমাজের বিশিষ্টজন, সেবাগ্রহীতা, বিদেশ গমনেচ্ছু এবং অত্র কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।