সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:৫১ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : ছোট পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন টালিউড অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। সিরিয়ালে একটা সময় বেশ জনপ্রিয় ছিলেন তিনি। তবে কিছুটা মেদবহুল ছিলেন এই অভিনেত্রী। আর তা নিয়ে হয়েছেন কটাক্ষের শিকার। এবার নিজের ওজন ১৫ কেজি কমিয়ে স্লিম ফিগারে আসলেন তিনি।
ঐন্দ্রিলার এই পরিবর্তন নিয়ে একটু বেশিই আনন্দিত তার প্রেমিক ও অভিনেতা অঙ্কুশ হাজরা। এমনকি প্রেমিকার ফিগার নিয়ে নিজেকে গর্বিত বলেও দাবি করেন অঙ্কুশ।
ঐন্দ্রিলার একটি খোলামেলা ছবি পোস্ট করেছেন এই অভিনেতা। ছবিতে দেখা যাচ্ছে, বিছানার ওপর হাঁটু গেঁড়ে বসে আছেন ঐন্দ্রিলা। তার পরনে টি-শার্ট। তবে শরীরের নিচের অংশে কিছু পরেছেন কিনা, তা দৃশ্যমান নয়। ছবিটি তুলেছেন অঙ্কুশ নিজেই। এরপর নিজেরই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার দিয়েছেন।
ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন, একজন সুন্দরী রেগে গেলে তাকে আরও সুন্দর লাগে। আমি ছবিতে ওর চেহারা নিয়ে ভাবিত নই। আমি আমার ছবি তোলার গুণের জন্য গর্বিত। কিন্তু মজা বাদ দিয়ে বলতে চাই, আমি তোমার (ঐন্দ্রিলা) এই পরিবর্তনে সত্যি সত্যি গর্বিত।
এই ছবি দেখে অবাক হয়েছেন টালিউডের আরো অনেক তারকা। শুভশ্রী গাঙ্গুলি মন্তব্য করেছেন, ‘হট!’, আবার অভিনেতা বিক্রম চ্যাটার্জি লিখেছেন, ‘কালা টিকা লাগা তাড়াতাড়ি। বাচ্চা মেয়েদের এত হট হতে নেই!’
প্রসঙ্গত, অঙ্কুশ ও ঐন্দ্রিলা দীর্ঘদিন ধরে প্রেম করছেন। একসঙ্গে বসবাসও করেন। তবে এখনো বিয়ের পর্বটা সারেননি। শোনা যাচ্ছে, নতুন বছরে গাটছাড়া বাঁধতে পারেন তারা।