বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৫:৫৫ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল কোচদের তালিকা করলে উপরের দিকেই থাকবে শ্রীলংকান কোচ চন্দিকা হাথুরুসিংহের নাম। মাশরাফি-সাকিবরাও প্রায় সময়ই বলে থাকেন তার কথা। তার অধীনেই ওয়ানডেতে দাপট দেখাতে শুরু করে টাইগাররা। যদিও ক্রিকেট পাড়ায় প্রচলিত আছে যে, বর্তমান টেস্ট অধিনায়ক মুমিনুল হককে খুব একটা পছন্দ করতেন না তিনি।
এবার মুমিনুল হককে স্মরণ করলেন সেই চন্দিকা হাথুরুসিংহ। ৭ জানুয়ারি, শুক্রবার একটি ছবি টুইট করেছেন হাথুরুসিংহে। সেই ছবিতে দেখা যাচ্ছে কিউই পেসার কাইল জেমিসন দাঁড়িয়ে আছে। আর তার সামনেই ব্যাট হাতে দাঁড়ানো মুমিনুল হক। বাংলাদেশ অধিনায়ক জেমিসনের দিকে তাকিয়ে থাকলেও কিউই পেসার অন্য দিকে তাকানো। ছবিটি যেন এটাই বুঝাচ্ছে যে, খাটো মুমিনুলকে পাত্তা দিতে চান না দীর্ঘকায় জেমিসন।
তাইতো ক্যাপশনে হাথুরুসিংহে লিখেন, ‘হায় মিনি (মুমিনুল), সে তোমাকে ইগনোর করছে? এখন আর নয়… হাসির ইমুজি।’
এর আগে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভাল টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। তরুণ ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশকে একটি টেস্ট দল হিসেবে গুছিয়ে এনেছেন তিনি। এ কারণেই মুমিনুলের প্রশংসায় পুরো ক্রিকেট বিশ্ব।