1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

আসামির সঙ্গে নারী বিচারকের চুম্বনের ভিডিও ভাইরাল

  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৬৩৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: পুলিশকে হত্যার অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে চুম্বন করেছেন এক নারী বিচারক। চুম্বনের ওই দৃশ্য সিসিটিভি ফুটেজে ধারণ হয়েছে এবং এই দৃশ্য ভাইরাল হয়েছে।

আর্জেন্টিনার দক্ষিণ চুবুত প্রদেশের মারিয়েল সুয়ারেজ নামে ওই বিচারক গত ২৯ ডিসেম্বর দেশটির ত্রিলেউ শহরের কাছে ক্রিস্টিয়ান বাস্টোস নামের সাজাপ্রাপ্ত আসামিকে চুম্বন দিতে দেখা যায়।

পুলিশ হত্যার দায়ে ২০০৯ সাল থেকে জেলে বন্দি আছেন বাস্টোস। ঘটনা আর্জেন্টিনার। এ খবর প্রকাশ করেছে নিউইয়র্ক পোস্ট ও ডেইলি মিরর।

২০০৯ সালে এক পুলিশকে হত্যার অভিযোগে গত সপ্তাহের শুরুতে বাস্টোসকে যাবজ্জীবন দণ্ড দেয়া হবে কিনা তার জন্য বিচারকরা এজলাসে বসেন। সেখানে বিচারকের প্যানেলে ছিলেন মারিয়েল সুয়ারেজ।

সেই প্যানেলের একমাত্র বিচারক মারিয়েল সুয়ারেজ যিনি বাস্টোসকে যাবজ্জীবন দণ্ড রায় দেয়ার বিরোধিতা করেন। তবে সুয়ারেজের বিরোধিতা বাস্টোসকে যাবজ্জীবন শাস্তি থেকে বাঁচাতে পারেনি।

এদিকে ওই আসামিকে চুম্বন দেয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর মারিয়েল সুয়ারেজকে তদন্তের আওয়তায় আছেন। ওই আসামির সঙ্গে কোনো সম্পর্কে আছেন কিনা তা খতিয়ে দেখা হবে।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..