রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:: মৌলভীবাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
সোমবার দিবসটি পালন উপলক্ষে সোমবার স্থানীয় শহীদ মিনারের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।