বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:১৮ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি:: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দুই শতাধিক শীর্তাত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের রাধানগর এলাকায় এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব।
এ সময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন মামুন, ব্যবসায়ী মো: আব্দুর রব শাহীন, বিকুল চক্রবর্তী, মামুন আহমদ ও উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি আশিকুর রহমান প্রমূখ।