রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
বড়লেখা উপজেলার বড়লেখা বাজারের আমদান মার্কেটের সামনে থেকে ২ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১০ জানুয়ারী) বেলা ১৫.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব রতন দেবনাথ এর নেতৃত্বে এসআই আবু সাঈদ, এসআই আতাউর রহমান সংঙ্গীয় ফোর্সসহ বড়লেখা বাজারের আমদান মার্কেটের সামনে থেকে আব্দুল মিয়া (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আব্দুল মিয়া ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর থানার ধর্মমন্ডল গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক তদন্ত রতন দেবনাথ জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।