বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১০:৫৪ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: মির্জা ফখরুলরা পাকিস্তানের প্রেসক্রিপশনে চলেন বলেই তারা দেশের কোনও উন্নয়ন চোখে দেখেন না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ১৯ নম্বর ওয়ার্ড ইউনিট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এ সময় ড. আব্দুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হলে তৃণমূলকে শক্তিশালী করতে হবে। কারণ আন্দোলন সংগ্রামে তৃণমূলের নেতাকর্মীরাই সবেচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়। দলের সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস বলেন, এক এলাকার রাজনৈতিক কর্মী অন্য এলাকায় গিয়ে নেতা হতে পারবেন না এমন বিধি মানতে হবে। এ সময় তিনি, বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান।
ইউনিট আওয়ামী লীগের কমিটিতে যেন কোনও সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ আসতে না পারে সে বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা। তবে, আগামী নির্বাচনে নৌকাকে জেতাতে হলে তৃণমূলে স্বচ্ছ নেতৃত্ব নিয়ে আসার দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। অনুষ্ঠানে তৃণমূলের নেতারা বলেন, ভোটকেন্দ্রে যেতে মানুষের অনীহার অন্যতম কারণ দলের সাংগঠনিক দুর্বলতা।