মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:৪০ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : ভারত ১ম ইনিংস : ২২৩/১০ (৭৭.৩ ওভারে)
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ১৭/১ (৮.০ ওভারে)
(১ম দিন শেষে)
সেঞ্চুরিয়ন টেস্টে হেরে জোহানেসবার্গে বদলা নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১-১ এ সমতা থাকা সিরিজের ট্রফি জয়ের মঞ্চ তৈরি হয়েছে কেপটাউনে। জোহানেসবার্গের মতো কেপটাউনেও হুংকার দিয়ে ভারতকে কাঁপিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়া পেসার রাবাদা (৪/৭৩), জানসেনের (৩/৫৫) তোপে বিধ্বস্ত হয়েছে ভারত। প্রথম দিন পার করতে পারেনি। দ্বিতীয় নতুন বল নেয়ার আগেই ভারতকে ২২৩ রানে অল আউট করেছে দক্ষিণ আফ্রিকা।
জবাব দিতে এসে বুমরাহও দিয়েছেন পাল্টা হুংকার। ওপেনার এলগারকে হারিয়ে প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৭/১। এখনও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা পিছিয়ে ২০৬ রানে।
প্রথম দুই সেশন প্রোটিয়া পেসারদের ভালই প্রতিরোধ করেছে ভারত। প্রথম সেশনে ৭৫ রান তুলতে ভারত হারিয়েছে ২ উইকেট। দিনের দ্বিতীয় সেশনে সেখানে ৬৬ রান যোগ করতে হারিয়েছে ২ উইকেট। তবে টি ব্রেকের পর পুরনো বলে এলোমেলো হয়েছে ভারত। দিনের খেলা শেষ করার ৫০ মিনিট আগে অল আউট হয়েছে ভারত। টি ব্রেকের পর ৭০ মিনিটে ৮২ রান যোগ করে ভারত হারিয়েছে ৬ উইকেট।
ভারত অধিনায়ক এদিন ৯৯তম টেস্টে হাতছাড়া করেছেন ২৮তম সেঞ্চুরি। ২৮তম সেঞ্চুরি মিস করলেও উদযাপন করেছেন এদিন ২৮তম টেস্ট ফিফটি। রাবাদার বলে ক্রস খেলতে যেয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন কোহলি ৭৯ রানের মাথায় এসে। ২৭৩ মিনিটের ইনিংসে ১২টি চার-এর পাশে মেরেছেন ১টি ছক্কা। তৃতীয় উইকেট জুটিতে ৭৯ রানে দিয়েছেন কোহলি নেতৃ্ত্ব। পুজারা ৪৩, পন্ট ২৭ রান করেছেন।