বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১২:২৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: রাজনগর উপজেলার বকশীকোনা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে পিটিয়ে মহিলাসহ ৫ জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে রাজনগর থানায় রাবেয়া বেগম বাদী হয়ে ১০ জনের নাম উলেখ করে অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে জানা যায়,শনিবার(৮ জানুয়ারী) বকশীকোনা গ্রামে পূর্ব শত্র“তার জের ধরে ওই গ্রামের কাইয়ুম মিয়া(২৫), কাদির মিয়া(২৫),সোনা উলা (৫২), শফিক উলা(৫৫),মাসুক মিয়া(৪৮),দুদ উলা,আসুক উলা, মাহমদ মিয়া, সায়েরা বেগম,খেলা বেগম দেশীয় অস্ত্র রাম দা লোহার রড, রুল,লাঠি নিয়ে তাদের বাড়ির সামনে আক্রমন করে। এ সময় আব্দুল কাইয়ুম(২৭), জাবেদ মিয়া(২৪), এমদাদ মিয়া(২২) আতœরক্ষার জন্য দৌড়ে নিজ বাড়িতে চলে আসলে অভিযোক্ত ব্যক্তিরা মাহমদ মিয়ার হুকুমে কাইয়ুম মিয়া রাম দা দিয়ে কুপিয়ে আব্দুল কাইয়ুম ছায়েমকে মারাতœক জখম করে। অন্যান্য অভিযুক্তরা রাবেয়া বেগম, আব্দুল জব্বারকে মেরে মারাতœক ভাবে আহত করে। এ সময় তারা লুট পাঠ ও ভাংচুর চালিয়ে নগদ টাকাসহ দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। ঘটনার পর এলাকাবাসী আহতদেরে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৌলভীবাজার ২৫০ শয়্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরন করেন।