শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
বিনোদন ডেস্ক :: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি অলাভজনক ও অরাজনৈতিক একটি সংগঠন। এই সংগঠনের মাধ্যমে সেবা করে আসছি কয়েক বছর ধরে। গত কয়েক বছর ধরেই চেষ্টা করছি শিল্পীদের কল্যাণে কাজ করার। কতটুকু পেরেছি শিল্পীরাই তা ভালো বলতে পারবেন। তবে শিল্পীদের সুখে-দুঃখে চেষ্টা করেছি তাদের মতো করে পাশে থাকতে। যে কোনো ফলাফল মেনে নেয়ার জন্য আমি প্রস্তুত আছি। আসন্ন শিল্পী সমিতির সভাপতি পদে আবারও নির্বাচনে দাঁড়িয়ে এভাবেই বললেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ২৮ জানুয়ারি। নির্বাচনে এখন পর্যন্ত দুটি প্যানেল চূড়ান্ত হয়েছে। এর মধ্যে বর্তমান কমিটি মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল, অন্যটি ইলিয়াস কাঞ্চন-নিপুণ। এই দুই প্যানেলের বাইরেও এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন অভিনেত্রী নাসরিন।
নির্বাচিত না হতে পারলেও শিল্পীদের কল্যাণে কাজ করবেন জানিয়ে এই দাপুটে অভিনেতা বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে শিল্পী সমিতির বিভিন্ন দায়িত্ব পালন করে আসছি। মূলত আমি এটি সেবা হিসেবেই নেই৷ যে কোনো ফলাফল মেনে নেয়ার জন্য প্রস্তুত আছি। নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। জয়-পরাজয় যেটাই হোক না কেন শিল্পীদের পাশে থাকব। মূলত আমার উদ্দেশ্য হচ্ছে শিল্পীদের সেবা করা। মন থেকে চাইলে পদে না থেকেও সেবা করা যায়। বিগত কমিটিতে সততার সঙ্গে শিল্পীদের কল্যাণে কাজ করেছি, আগামী দিনেও করব৷