বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এই তথ্যটি নিশ্চিত করেছেন।
শনিবার (১০ এপ্রিল) সিভিল সার্জন বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৫২ টি নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৫ শতাংশ।
নতুন শনাক্ত ১৩ জনের মধ্যে রাজনগরে ১ জন, কুলাউড়ায় ১ জন, জুড়ীতে ১ জন, শ্রীমঙ্গলে ২ জন, কমলগঞ্জে ১ জন এবং ২৫০ শয্যা হাসপাতালে ৭ জন রয়েছেন।
এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ১৪৮ জনে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ২৪ জন। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৬ জন।
দেশের করোনা পরিস্থিতি
দেশে গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৭৭ টি নমুনা পরীক্ষায় ৫ হাজার ৩৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৭৭ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৪৯ শতাংশ। আর এক সপ্তাহের ব্যবধানে মৃত্যু বেড়েছে ৩০ দশমিক ২৩ শতাংশ।
একদিনে আরও ৩ হাজার ৮৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৭২ হাজার ৩৭৮ জনে দাঁড়িয়েছে।