রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:৫৬ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : টালিউডের আলোচিত সাংসাদ অভিনেত্রী নুসরাত জাহান। নিজের ব্যক্তিগত জীবন অথবা তার কাজের জন্য বরাবরই আলোচনায় থাকেন এই অভিনেত্রী।
এবার নুসরাত ‘ময়ূরী’ রূপে ক্যামেরার সামনে এসে চমকে দিলেন সবাইকে। ময়ূরের মতো পেখম তুলে নাচার বার্তা দিলেন সবাইকে। আসলে ঘটনা হলো শুক্রবার (১৪ জানুয়ারি) নতুন ভিডিওর টিজার প্রকাশ করলেন অভিনেত্রী। যাতে একদম লাস্যময়ী অবতারে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি।
গেল বছরের আগস্ট মাসে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। খুব অল্প সময়ের মাঝেই ঝড়িয়ে ফেলেন শরীরের বাড়তি মেদ। এর কারণে প্রশংসাও কুড়িয়েছেন অনুরাগীদের কাছ থেকে।
প্রকাশ পাওয়া নতুন এই ভিডিওতেও স্লিম-ট্রিম চেহারায় ক্যামেরার সামনে এসেছেন নুসরাত। অভিনেত্রীর ক্যাপশন দেখে যা বোঝা যাচ্ছে তাতে ভিডিওটি পরিচালনা করেছেন বাবা যাদব। তাপসের কথায়, সুরে গানটি গেয়েছেন লুইপা।
তবে গানটি কোন সিনেমার আইটেম সং নাকি কোন মিউজিক ভিডিও এ বিষয়ে এখনো কোন স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে গানের কথা বাঙাল ভাষায়। তাই এতে বাংলাদেশি কানেকশন থাকতে পারে বলে মনে করছেন অনেকে। নুসরাতের নাচের প্রশংসাও করেছেন তার অনুরাগীরা। সম্পূর্ণ ভিডিও দেখার প্রত্যাশায় দিন গুনছেন তারা।
অভিনেত্রী নুসরাত মা হওয়ার পরই ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ সিনেমার মধ্য দিয়ে ফেরেন আবারও শোবিজে। তারপর একটি রেডিও চ্যানেলের হয়ে সঞ্চালনার দায়িত্বও সামলান।
জানুয়ারিতেই মুক্তি পাওয়ার কথা নুসরাতের নতুন সিনেমা ‘স্বস্তিক সংকেত’। সিনেমায় রুদ্রাণীর চরিত্রে অভিনয় করেছেন নুসরাত। কোভিড-পরিস্থিতিতে যদি সব কিছু ঠিকঠাক থাকে ২১ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে সিনেমটি। এছাড়াও অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ‘মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি’ সিনেমা।