রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০১:২৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:: মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ১ কেজি গাজাঁসহ এক মাদক কারবারি আটক হয়েছে। আটক মাদক কারবারির নাম মো. আলী আছকর। সে রাজনগরের উত্তরবাগ ইউনিয়নের কামালপুর গ্রামের মুজিবুর রহমানের পুত্র।
শনিবার (১৫ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই আজিজুর রহমান নাইম ও এএসআই রাজিব সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে মাদক কাবারি আলী আছকর (৫৯)কে গাজাঁসহ আটক করা হয়। মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, রোববার সকালে আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, জেলাকে মাদক মুক্ত রাখতে ডিবি পুলিশের অভিযান অব্যহত থাকবে।