সোমবার, ০৫ জুন ২০২৩, ০৩:২২ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় বছরের শুরুতেই প্রথম করোনাক্রান্ত হয়েছেন দুই তরুণী। রোববার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন টেস্টে তাদের করোনা পজিটিভ আসে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদ্বীপ বিশ্বাস। তিনি জানান, স্বাস্থ্য সচেতনতা না থাকায় এ উপজেলায় রোগীর সংখ্যা বৃদ্ধির আশংকা রয়েছে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বড়লেখাবাসীকে আহবান জানিয়েছেন। পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান। নতুন করোনায় আক্রান্ত ওই দুই তরুণীর বাড়ি বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের অজমীর ও ছোটলিখা দক্ষিণভাগ এলাকায়। একজনের বয়স ২৪ ও অপরজনের বয়স (২৯)
এদিকে বড়লেখার কোথায়ও তেমন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। উপজেলার সর্বত্র এমন চিত্র চোঁখে পড়ে। উপজেলা প্রশাসন সচেতনতা বাড়ানোর জন্য মোবাইল কোর্টসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে।