1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:০৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সকলকে ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি

বড়লেখায় জুমের ৪০০ পানগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

  • আপডেট টাইম : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১২৯ বার পঠিত

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বনাখলাপুঞ্জির একটি পানজুমের প্রায় ৪০০ পানগাছ দুর্বৃত্তরা কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে জুম মালিকের ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জুমের মালিক ফ্রেসমিন ওয়ার সোমবার দুপুরে থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ক্ষতিগ্রস্ত জুম মালিক ও জিডি সূত্রে জানা গেছে, বনাখলা খাসি পুঞ্জির (খাসিয়া পুঞ্জি) বাসিন্দা ফ্রেসমিন ওয়ার শুক্রবার বোনের বিয়ে উপলক্ষে জেলার কুলাউড়ায় ছিলেন। এই সুযোগে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার পানজুমের পানগাছ কেটে ফেলে। প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে শনিবার বিকেলে তিনি পুঞ্জিতে আসেন। রোববার জুমে গিয়ে দেখতে পান তার একটি জুম থেকে প্রায় ৪০০ পানগাছ কাটা পড়েছে। পাশাপাশি দুর্বৃত্তরা জুম থেকে পানও চুরি করে নিয়ে গেছে। এরপর তিনি শ্রমিকদের দিয়ে কাটা পানগাছগুলো টেনে এক জায়গায় স্তুপ করে রাখেন। পানগাছ কাটায় তার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত পান জুমের মালিক ফ্রেসমিন ওয়ার বলেন, ‘ধারণা করছি শুক্রবারের দিকে পানগাছ কাটছে। পুঞ্জির লোকজনের মাধ্যমে শনিবার খবর পাই। এরপর রোববার জুমে গিয়ে পানগাছ কাটার বিষয়টি দেখতে পাই। প্রায় ছয়-সাত লাখ টাকার ক্ষতি হয়ে গেছে আমার। আমরা নিরীহ মানুষ। পান চাষ করেই জীবিকা চালাই। একটা পানগাছের লতা কাটলেই সব শেষ। এই অবস্থায় ৪০০ গাছ কেটেছে।’

থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ‘কে বা কাহারা শুক্রবার জুমের পান গাছ কেটেছে। এ ব্যাপারে জুমের মালিক থানায় জিডি করেছেন। পুলিশের তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

 

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..