সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:৫৮ পূর্বাহ্ন
রাজনগর প্রতিনিধি:: জেলার রাজনগরে স্কুল পর্যায়ে গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রাজনগর উপজেলার কদমহাটা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
রাজনগর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের বালক ও বালিকারা গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। গ্রামীণ খেলাধুলা মধ্যে ছিল মোরগ লড়াই, হাড়িভাঙ্গা, সাতচাড়া, চকলেট দৌড়, বেলুন ফাটানো, বৌচি, দঁড়িলাফ, কানামাছি খেলা ইত্যাদি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
কদমহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথি ছিলেন কদমহাটা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ রেজাউল করিম বাবলু,জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাজহারুল মজিদ।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারী, মহিউদ্দিন সরকার ও বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।