রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : করোনা মহামারির মধ্যেই আয়োজন চলছে বিপিএলের। মাঠের লড়াই শুরুর আর ৭২ ঘণ্টাও বাকি নেই, এমন সময়ে একাধিক ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছে। এই খবর অবশ্যই দলগুলোর জন্য বেশ বড় ধাক্কা।
জানা গেছে, করোনা পজিটিভ খেলোয়াড়রা এখন আইসোলেশনে যাবেন এবং বাকিরা জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন। পজিটিভ ক্রিকেটাররা আবার নেগেটিভ হলে তারাও দলের সঙ্গে যোগ দিবেন
বিসিবির সূত্র নিশ্চিত করেছে, জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে পিসিআর টেস্টে মোট চার থেকে পাঁচজন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন। সবার নাম জানা না গেলেও নিশ্চিত হওয়া গেছে যে তার মধ্যে সৌম্য সরকার আছেন। বিপিএলের আসন্ন আসরে সৌম্য খেলবেন খুলনা টাইগার্সের পক্ষে।
খুলনা তাদের প্রথম ম্যাচ খেলবে উদ্বোধনী দিনে, মিনিস্টার ঢাকার বিপক্ষে। মিরপুরে ম্যাচটি শুরু হবে ২১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায়। অপর ম্যাচে প্রথম দিন দুপুরে ফরচুন বরিশালের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।