1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

অভিনয় ও সাংবাদিকতায় নিবেদিত প্রান শাহজাহান শোভন

  • আপডেট টাইম : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৩৫৪ বার পঠিত

মো: মিজানুর রহমান মিজান :: ঢাকার মঞ্চ ও চলচ্চিত্র অঙ্গনের প্রতিভাবান অভিনেতা,মঞ্চ নাটক,নামীদামী কোম্পানির বিজ্ঞাপন চিত্র, পথ নাটক, নাটক লেখক ও নির্মান বিষয়ক প্রশিক্ষক, নাট্য নির্দেশক,টিভি নাটকে পরিচিত মুখ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রতিভাবান শিল্পী সাংবাদিক মো: শাহজাহান শোভন। টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার চন্দন তারা গ্রামের মো: ওয়াজ উদ্দিন ও মাতা সাজেদা বেগমের পুত্র । প্রতিভাবান এই শিল্পী রয়ে গেছেন পাদ প্রদীপের আড়ালে। লেখা পড়ার পাশা পাশি সাংস্কৃতিক অঙ্গনে যাত্রা শুরু করেন ১৯৯৩ সালে শিশু বয়সে টঙ্গী শিশু থিয়েটারের মাধ্যমে মঞ্চ নাটকের সাথে জড়িত হন। সাংস্কৃিতক জগতে প্রতিভাবান ব্যক্তিত্ব শিক্ষাগত যোগ্যতায় এম,এস,এস ( সমাজ কল্যান) ডিগ্রীর অধিকারী। ঢাকার অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার উলে­খ যোগ্য চলচ্চিত্র হচ্ছে পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর “আয়না বাজি”, তানভীর মোকাম্মেল পরিচালিত “জীবন ঢুলি”, আজিজ টিপু পরিচালিত “তারক” (স্বল্পদৈর্ঘ্য), রায়হান রাফি পরিচালিত “খাচার ভিতর অচিন পাখি'(চরকি)”, সূকর্ন সাহেদ ধীমান পরিচালিত “বাঙ্গার বয়ু (চরকি )”।

তাছাড়া প্রায় ৪০টি টিভি নাটকে অভিনয় করেছেন ।তার উল্লেখ যোগ্য টিভি নাটক – ‘লাল বসত’, ‘ফিরে যায় ফিরে আসে’, ‘সীমান্তের ওপারে আকাশ’, ‘শহর বানুর চিঠি, ‘বড় ছেলের বউ’ প্রভৃতি । বিভিন্ন নাট্য সংগঠনের হয়ে প্রায় ২০টি মঞ্চ নাটকের অভিনয় ও নির্দেশনা দিয়েছেন । তার উল্লেখ যোগ্য মঞ্চ নাটক-বাওয়ালী, রাজাবলি, শিরোনাম একাওর, মধ্যানুষ, শিল্পী মঞ্চেচিত্রে, বুদ্ধির ঢেঁকি, স্বাধীনতার সংলাপ, দ্যা ইন্ড্রুডার, পৃথিবী আমার দেশ প্রভৃতি ।

সারা দেশে পপুলার থিয়েটারের মাধ্যমে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সচেতনা মূলক নাটকে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে ।

বিভিন্ন নাট্য সংগঠনের হয়ে এ পযর্ন্ত ৩০টি পথ নাটকের অভিনয় ও নির্দেশনা দিয়েছেন । উল্লেখ যোগ্য পথ নাটক-মড়া,কানার হাটবাজার, বাংকার, মহা বিপদ, প্রশ্ন, ঢিল, ‘মানবতার খোঁজে, ‘ক্ষোবের বাজার, অতপর মুলতবি প্রভৃতি ।

৫টি বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন । হাসান মোরেশেদ পরিচালিত ‘মিনিষ্টার ফ্রিজ’ ও টেলিটক, সাজু পরিচালিত ‘ধুমপান বিরোধী’ ( যমুনা টিভি), ভিকি জায়েদ পরিচালিত বিক্রয় ডট.কম (কুরবানী), মেজবাব উর রহমান পরিচালিত ‘বিকাশ’ ।

এ ছাড়া শিশু নাটকও রচনা করেছেন । যেমন-হ্যাঁ, খন্ডিত মিনার, পাঠশালা, সন্তান আমার দায়িত্ব আমার। এবং বাংলাদেশ পথ নাটক পরিষদ আয়োজিত নাটক রচনা ও নির্মান বিষয়ক প্রশিক্ষন দিয়েছেন পঞ্চগড় ও নীলফামারীতে । লাকসাম নাট্যজংশন আয়োজিত একাধিকবার নাটকের বিভিন্ন বিষয় পূর্ব প্রশিক্ষন প্রদান করেছেন ।

গুনী এই প্রতিবাবান শিল্পী প্রায় ২৫ বৎসর যাবত সাংবাদিকতা পেশার সাথে জড়িত । সাংগঠনিক সংশিষ্টতার দিক থেকেও এগিয়ে রয়েছেন। বর্তমানে সভাপতি-টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদ, সাংগঠনিক সম্পাদক-সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গী, প্রতিষ্ঠাতা ও অধিকর্তা- দৌড় শিশু নাট্যদল, টঙ্গী প্রতিনিধি- দৈনিক আমাদের সময়, যুগ্ম সাধারন সম্পাদক-টঙ্গী কালচারাল সোসাইটি, সভাপতি- শুদ্ধকন্ঠ ( বচিক শিল্প চর্চা কেন্দ্র ), নির্বাহী সদস্য- বাংলাদেশ পথ নাটক পরিষদ, দপ্তর সম্পাদক বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন ।

 

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..