1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কর্মধা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদের দায়িত্ব গ্রহণ

  • আপডেট টাইম : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৪১৮ বার পঠিত
কুলাউড়া প্রতিনিধি ::  কুলাউড়া উপজেলার ১৩ নং কর্মধা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেছেন। বুধবার দুপুরে কর্মধা  ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউপি সচিব রোরহান উদ্দীনের এর মাধ্যমে এ দায়িত্বভার গ্রহন করেন নব নির্বাচিত চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ।
কর্মধা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং সদস্যবৃন্দের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কর্মধা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ। সমাজসেবক নজরুল ইসলাম কায়েছের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ রফিকুল ইসলাম রেনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী, কর্মধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নজিব আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মছদ্দর আলী, কুলাউড়া (গাজীপুর) রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন, কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ, হায়দারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল মালাকার, লক্ষ্মীপুর মিশনের ফাদার ভ্যালেন্টাইন তালাং,আদিবাসী নেত্রী ফ্লোরা বাবলি তালাং, সমাজসেবক হাজী মারুফ আহমদ, সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর প্রমুখ।
এসময় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সকল সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দল, জাতিগোষ্ঠীর প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তবে অনুষ্টানে বিদায়ী চেয়ারম্যান মো. আতিকুর রহমান উপস্থিত ছিলেননা।
দায়িত্ব গ্রহন করে মুহিবুল ইসলাম আজাদ বলেন, এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করবো। এজন্য সকলের সার্বিক সহযোগীতা প্রয়োজন। ইউনিয়নে দ্রুততম সময়ের মধ্যে ইউনিয়ন বাসীর সেবা প্রদান ও একটি মডেল পরিষদ এর প্রত্যাশা করেন।
গত বছরের ২৮ ডিসেম্বর ইউপি নির্বাচনে প্রার্থী হিসাবে চসমা প্রতিক নিয়ে প্রায় ৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন।
গত ১৭ জানুয়ারী মঙ্গলবার কুলাউড়া উপজেলার জেলা পরিষদ হল রুমে শপথ গ্রহন করে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..