রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৯:৩৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফের বিক্ষোভে নেমেছেন ফিলিস্তিনিরা। শেখ জারাহ শহরে বাড়ি ভেঙে ফিলিস্তিনি একটি পরিবারকে উচ্ছেদের জেরে নতুন করে এ বিক্ষোভ শুরু হয়েছে।
বুধবার ইসরায়েলি বাহিনীর সদস্যরা ওই বাড়িটেতে অভিযান চালায়। সে সময় ওই বাড়ির সদস্যদের ওপর নির্যাতনেরও অভিযোগ এনেছেন বাসিন্দারা। বাড়িটি ভাঙার আগে বাসিন্দাদের উচ্ছেদের জন্য টিয়ার গ্যাস ছোড়া হয়। ঘিরে রাখার পাশাপাশি ভারি সামরিক সরঞ্জাম এনে বাড়িটির সামনে স্থাপন করা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। প্রতিবাদ জানাতে গেলে সেখানে থাকা অন্তত ১৮ ফিলিস্তিনিকে আটক করে বাহিনীটি। এ সময় আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে তারা। এতে আহত হন বেশ কয়েকজন।
এদিকে বাড়িটি ভেঙে ওই স্থানে একটি বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হবে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।