রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০১:২৬ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক :: অবশেষে অনেক জল্পনা কল্পনার পর মাঠে গড়াচ্ছে বিপিএল। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মোকাবেলা করবে ফরচুন বরিশাল। টসে জিতে বরিশালের হয়ে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে একাদশে তিন বিদেশিকে রেখেছে সাকিবের বরিশাল। তিনজন হলেন- ডোয়াইন ব্রাভো, আলজারি জোসেফ ও জেক লিন্টট। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও তিন বিদেশি নিয়েই সাজিয়েছে নিজেদের একাদশ। দলে জায়গা পেয়েছেন কেনার লুইস, বেনি হাওয়েল ও উইল জ্যাকস।
ফরচুন বরিশাল একাদশ:
সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুুর, ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, আলজারি জোসেফ, জেক লিন্টট, নাঈম হাসান, সালমান হোসেন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ:
কেনার লুইস, শামীম হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, মেহেদি হাসান মিরাজ, নাঈম ইসলাম, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম, নাসুম আহমেদ।