শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যকার আলোচনায় খুব বড় কোনো অগ্রগতি হয়নি।
শুক্রবার ইউক্রেন ইস্যু নিয়ে জেনেভায় বৈঠকে বসেন এই দুই নেতা। তবে কার্যকর কোন সমাধান না এলেও সংকট কাটাতে কূটনীতিক আলোচনা চালিয়ে যেতে সম্মতি দিয়েছেন দুই নেতাই। রাশিয়া অচিরেই প্রতিবেশী ইউক্রেনে হামলা চালিয়ে বসতে পারে- এ রকম ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে মুখোমুখি বসেন দুই প্রতিদ্বন্দ্বী দেশের পররাষ্ট্রমন্ত্রী। বলা হয়েছিল, এটাই ইউক্রেন নিয়ে রাশিয়া ও পাশ্চাত্যের মধ্যে সংঘাত এড়ানোর শেষ চেষ্টা।
বৈঠকের পর এক বার্তায় ব্লিংকেন ইউক্রেনে রাশিয়ার যেকোন ধরনের হামলায় যুক্তরাষ্ট্রের কড়া প্রতিক্রিয়ার ব্যাপারে সতর্ক করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, মস্কো এ আলোচনায় বড় অগ্রগতির আশা করছে না। যুক্তরাষ্ট্র এখনো কূটনৈতিক সমাধানে আগ্রহী। তবে রাশিয়া ইউক্রেনে হামলা করলে তারা ‘ঐক্যবদ্ধ, ত্বরিত ও ভয়াবহ’ জবাব দেবে।
এদিকে লাভরভ জানান, সামরিক সংঘাত ঠেকাতে রাশিয়ার দেয়া দাবিগুলোর বিপরীতে লিখিত প্রতিশ্রুতি চান তারা। আগামি মাসেই সম্ভাব্য আরেকটি বৈঠকে বসতে পারেন তারা। লাভরভ বলেন, ওয়াশিংটন আগামী সপ্তাহে মস্কোকে তার নিরাপত্তাবিষয়ক দাবিগুলোর লিখিত জবাব দিতে সম্মত হয়েছে। দুই পক্ষের মধ্যে এ মতৈক্য হয়েছে যে, আমরা আগামী সপ্তাহে আমাদের সব প্রস্তাবের লিখিত জবাব পাব। অ্যান্টনি ব্লিঙ্কেন এ মর্মে সম্মত হয়েছেন যে, আমাদের মধ্যে যুক্তিসংগত সংলাপ দরকার। আমি আশা করছি এ নিয়ে আবেগের প্রবণতা হ্রাস পাবে।
কয়েক মাস ধরে পশ্চিমা বিশ্বের সতর্কতার মধ্যেই ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে সংঘাত এড়াতে ন্যাটো জোটে ইউক্রেনকে না নেয়াসহ বেশ কিছু দাবি জানিয়েছে রাশিয়া।