1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ০৩ অগাস্ট ২০২১, ০৭:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
করোনা আপডেট : ২৪ ঘণ্টায় করোনায় সারাদেশে করোনায় মৃত্যুও মিছিলে আরও ২১৮মৃত্যু, শনাক্ত ৯হাজার ৩৬৯জন  

পহেলা বৈশাখের নাম নিবেন না, ভুলে যান সামনে ঈদ: ওমর সানী

  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

বিনোদন ডেস্ক :: এই মহামারি পরিস্থিতিতে করোনায় অচেতন ও বেপরোয়া মানুষদের বার্তা দিলেন ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির নব্বইয়ের দশকের নম্বর ওয়ান হিরো ওমর সানী। সবাইকে পহেলা বৈশাখ ও ঈদ উৎসবের কথা ভুলে গিয়ে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানালেন এই তারকা।

রোববার (১১ এপ্রিল) ফেসবুক স্ট্যাটাসে ওমর সানী লিখেছেন, ‘দয়া করে এবার পহেলা বৈশাখের নাম নিবেন না। ভুলে যান সামনে ঈদ, নতুন কিছু কিনতে হবে। শুধু বাঁচার জন্য স্বাস্থ্যবিধি ফলো করেন, আল্লাহকে স্মরণ করেন। বেঁচে থাকলে পহেলা বৈশাখ, ঈদ অনেক পাবেন! রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। হোক না সেটা সীমিত, লস হিসাব করে লাভ নেই, আল্লাহ চাইলে সব হবে। ’

ওমর সানীর সেই স্ট্যাটাসের কমেন্টে মাস্টারমেকার খ্যাত নির্মাতা মালেক আফসারী লিখেছেন, ‘এসি রুমে সোফায় গা হেলিয়ে বসে বসে পড়লাম। ফ্রিজে খাবার আছে। ক্যাশ কিছু তুলে রেখেছি। এই স্ট্যাটাস আমার জন্য ১০০% প্রযোজ্য। রুটি-রুজির মালিক আল্লাহ। তবে রিক্সাওয়ালাকে রিক্সা নিয়ে বের হতে হবে রাস্তায়। আল্লাহর রহমতে তখন সে একজন প্যাসেঞ্জার পেয়ে যাবে। সেই প্যাসেঞ্জারের টাকায় চাউল কিনবে। এভাবেই আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। পেটে টান পরলে করোনা লকডাউন কেউ মানবে না। না মানার সংখ্যাই বেশি। আমি তো এখন এই কমেন্ট শেষ করেই কাচ্চি বিরিয়ানি খাবো। ওরা কি খাবে? আল্লাহ রহম করো।’

প্রসঙ্গত, চলমান মহামারিতে ওমর সানীর পরিবারে করোনা হানা দিয়েছে। তার স্ত্রী মৌসুমী, ছেলে ফারদীন ও পুত্রবধূ আয়েশাসহ পরিবারের অন্যান্যরা করোনায় আক্রান্ত হয়েছেন। তবে ভাগ্যক্রমে করোনামুক্ত রয়েছেন এই অভিনেতা।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..