শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : নীল গদি-আঁটা সোফায় মদন মিত্র। পাশে ঘনিষ্ঠভাবে বসে এক তরুণী। সম্প্রতি এমনই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কমেন্টে অনেকেই সমালোচনা করেন ওই তরুণী ও তৃণমূল নেতার। অবশেষে সেই নিয়েই মুখ খুললেন ওই ছবির তরুণী, অন্বেষা ঘোষ।
সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ ভিডিয়ো করেন তিনি। সেখানে তিনি বলেন, ‘মদন মিত্র স্যারকে বদনাম করার জন্যই এই সব করা হচ্ছে।’
তিনি ব্যাখ্যা করেন, এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে মদন মিত্রকে দেখেন তিনি ও তার বন্ধুরা। অন্বেষা জানান, তিনি ও তার বন্ধুরা সকলেই মদন মিত্রের ‘ফ্যান’। সেই কারণেই তাঁদের টেবিলে এসে বসতে মদন মিত্রকে অনুরোধ করেন। এরপর আর পাঁচটা সেলিব্রেটির মতোই তাঁর সঙ্গে কিছু ছবি তুলি আমরা, বলেন অন্বেষা।
অন্বেষা জানিয়েছেন, তিনি সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। শুরু হয় কুত্সা। ভুয়ো খবরও ছড়ানো হতে থাকে। এমনকি বিভিন্ন স্থানে বিনা অনুমতিতে ব্যবহার করা হয় সেই ছবি। একটি অ্যাপেও তা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ অন্বেষার।
এর ফলে তাঁর ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা হচ্ছে বলে জানান তিনি। মানসিকভাবে স্ট্রেসড বলে জানান অন্বেষা।
এরপরেই আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন তিনি। সকলের কাছে সহযোগিতা ও সহমর্মিতার আবেদন অন্বেষার।