শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৯:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার রাজনগরের “আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ আসামী গ্রেফতার” পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশ এর পরিচালনায় এবং সঙ্গীয় অফিসার এসআই কাজী আরিফ আহমেদ, এএসআই রকি বড়ুয়া,এএসআই বাসু কান্তি দাশ, রহম আলী, চন্দ্র শেখর মুখার্জী, তাজুল ইসলাম সকলেই জেলা গোয়েন্দা শাখার, মৌলভীবাজার সহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি চলাকালীন সময় অদ্য ১১/০৪/২০২১ খ্রি. মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন তারাপাশা রোডস্থ দেওয়ান দিঘীর পাড় এর প্রিয়াংকা ভেরাইটিজ স্টোরের সামনে থেকে ০১ জন আসামী ধৃত করা হয়। ধৃত আসামীর নাম ১। তৈয়ব আলী (৫৩), পিতা- মৃত নবাব উল্লাহ, মাতা- মৃত খাতুন বিবি, সাং- বাগেশ্বর (৪নং পাঁচগাঁও ইউপি), থানা- রাজনগর, জেলা- মৌলভীবাজার থেকে ৪৭,০০০ (সাতচল্লিশ হাজার) পিছ ভারতীয় আমদানী নিষিদ্ধ নাসির বিড়িসহ গ্রেফতার করা হয়। এ বিষয়ে মৌলভীবাজার গোয়েন্দা শাখার ইনচার্জ সুধীন চন্দ্র দাস বলেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।