সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:২৫ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি :: বড়লেখায় জাতীয় পার্টির নেতা হেলাল উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামী হাফেজ নাজিম উদ্দিন মঙ্গলবার বিকেলে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হকের আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। রোববার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই আতাউর রহমান তাকেসহ এ হত্যা মামলার গ্রেফতার ৫ আসামীকে ৪ দিনের রিমান্ডে নিয়েছিলেন। দ্বিতীয় দিনেই আসামী নাজিম উদ্দিন হত্যার দায় স্বীকার করেছে।
জানা গেছে, উপজেলার তালিমপুর ইউপি জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক ও খুটাউরা গ্রামের মৃত ছখাওয়াত আলীর ছেলে হেলাল উদ্দিনকে গত ৫ জানুয়ারী শত্রæতার জেরে সঙ্গবদ্ধ হয়ে আসামীরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। নির্মম এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছোটভাই সাবেক ইউপি মেম্বার বেলাল আহমদ প্রতিপক্ষের ১৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। পুলিশ ৫ আসামীকে গ্রেফতার করে হত্যার রহস্য উদঘাটনের জন্য রোববার তাদেরকে রিমান্ডে নেয়। ৪ দিনের রিমান্ডের দ্বিতীয় দিনেই আসামী নাজিম উদ্দিন মামলার তদন্ত কর্মকর্তার নিকট হেলাল হত্যার দায় স্বীকার করেছে।
আদালতের জি.আর.ও এসআই পিযুষ কান্তি দাস জানান, হেলাল উদ্দিন হত্যা মামলার রিমান্ডে থাকা আসামী নাজিম উদ্দিন মঙ্গলবার বিকেলে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি দিয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।