রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি :: শ্রীমঙ্গলে আজ বুধবার নতুন করে আরও ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শ্রীমঙ্গলে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৪ জন। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, বেশ কয়েকমাস করোনা সংক্রমণ বন্ধ থাকার পর গত ৩ জানুয়ারি থেকে শ্রীমঙ্গলে পুণরায় করোনা সংক্রমণ শুরু হয়েছে।
তিনি বলেন, গত ৩ জানুয়ারি থেকে গত ২৫ জানুয়ারি পর্যন্ত শ্রীমঙ্গলে ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৫ জানুয়ারি করোনা পজিটিভ পাওয়া যায় ১৯ জনের। তিনি আরও বলেন, আজ বুধবার নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ ‘র্যাপিড এন্টিজেন টেস্টে’ ২০ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে গত ৩ জানুয়ারি থেকে আজ বুধবার (২৬ জানুয়ারি) পর্যন্ত শ্রীমঙ্গলে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৪ জন।