সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:০৪ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি :: প্রবাসী অধ্যুষিত জেলা মৌলভীবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৫ এপ্রিল। সেই থেকে জেলায় এখন পর্যন্ত নয় হাজার মানুষের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা গেছে। বুধবার সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এমন চিত্রই ফুটে উঠেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ২৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে ১২৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল নয় হাজারে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪৫ দশমিক ৭ শতাংশ।
নতুন শনাক্ত ১২৩ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারী ৩৮ জন, কুলাউড়ায় ৩০ জন,কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১৯ জন, বড়লেখায় ১৪ জন, সদরে ৮ জন, রাজনগরে ৬ জন এবং জুড়ীতে ৩ জন রয়েছেন।
জেলায় শনাক্ত মোট ৯ হাজার জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারী ৩ হাজার ৬০৭ জন, কুলাউড়ায় ১ হাজার ৫৪২ জন, কমলগঞ্জে ৮০৮ জন, শ্রীমঙ্গলে ৯৯১ জন, বড়লেখায় ৭৮১ জন, সদরে ১৮৯ জন, রাজনগরে ৫৩৯ জন এবং জুড়ীতে ৫৪৩ জন রয়েছেন।
জেলায় দৈনিক শনাক্তের তুলনায় সুস্থতা অনেক কম। ২৪ ঘণ্টায় মাত্র ২ জন করোনাকে জয় করেছেন। এরা দুজনেই কুলাউড়ার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট ৭ হাজার ৫১৯ জন সুস্থ হলেন।
২৪ ঘণ্টায় হাসপাতালে ৪ জন করোনা রোগী ভর্তি হয়েছে। ফলে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। করোনা সংক্রমিত হয়ে হাসপাতাল ছাড়াও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ২৭৮ জন।
এছাড়া মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ৭২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে ২৪ জন বাড়িতে এবং ৪৮ জন হাসপাতালে মৃত্যুবরণ করেন।