সোমবার, ২৩ জুন ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালেই মালায়লি মতে গাঁটছড়া বাঁধলেন মৌনি রায় ও সূরজ নামবিয়ার। বরের পরিবারের নিয়মে হল এদিন সকালের বিয়ের অনুষ্ঠান। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই উত্তেজিত হয়ে পড়েছে নেটপাড়া। ভরে ভরে শুভেচ্ছা এল নতুন দম্পতির জন্য।
ট্র্যাডিশনাল লাল পাড়ের সাদা কাঞ্জিবরম পরেছিলেন মৌনি। আর ক্রিম কালারের পাঞ্জাবির সঙ্গে সাদা ধুতি পরেছিলেন সূরজ। দক্ষিণী সাজেই দেখা মিলল বিয়ের সকালে বাঙালি কন্যে মৌনির।
বিয়ের শুভ কাজ চলছে। খুশির ছোঁয়া দম্পতির চোখে-মুখে।
বুধবার হয়েছিল হলদি আর মেহেন্দির অনুষ্ঠান।
তবে শুধু মালায়ালি মতে নয়, বাঙালি মতেও বিয়ে হওয়ার কথা আছে আজই। যা হবে সন্ধের লগ্নে।