শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:৫০ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি :: জেলা গোয়েন্দা শাখা কর্তৃক অদ্য ২৭/০১/২২খ্রিঃ দুপুর অনুমান ১৩.৫০ ঘটিকার সময় মৌলভীবাজার সদর পৌরসভাধীন দরগা মহল্লা সাকিনস্থ ঈদগাহ এর পূর্ব পাশের শেখ কাজিম উদ্দিন রোডের দোলন চাপা এন্টারপ্রাইজ এর সামনে পাকা রাস্তার উপর হইতে ১। আহমদ খান রাজন (২৬), পিতা: মোতালিব খান, মাতা: শেফালি বেগম, স্থায়ী সাং: উত্তর বহেরা, থানা: চাঁদপুর সদর, জেলা: চাঁদপুর, বর্তমান ঠিকানা-সাং: সুলতানপুর (সদর পৌরসভাধীন ০৭ নং ওয়ার্ডের সিরাজ মিয়ার বাড়ীর নিচ তলার ভাড়াটিয়া), থানা ও জেলা-মৌলভীবাজারকে ১০ (দশ) পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।