মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:১৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশ নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকিতে সন্ত্রাসীদের হামলায় ১০ সেনাসদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গল-বুধবার রাতে প্রদেশটির কিচ এলাকায় হামলাটি হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ‘দুপক্ষের মধ্যে তীব্র গোলাগুলির সময় এক সন্ত্রাসী নিহত ও বেশ কয়েকজন আহত হয়। সন্ত্রাসীদের পাল্টা গুলিতে ১০ সেনাসদস্য নিহত হন।
ঘটনার পর হামলাকারীদের খোঁজে শুরু হওয়া তল্লাশি অভিযানে তিন ‘সন্ত্রাসীকে’ গ্রেফতার করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। অভিযান অব্যাহত আছে।
পাকিস্তান সামরিক বাহিনী বিবৃতিতে আরও বলেছে, ‘যে কোনো মূল্যে আমাদের মাটি থেকে সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করতে সশস্ত্র বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ।’
ডন অনলাইন জানিয়েছে, চলতি মাসের প্রথমদিকে দেশটির খাইবার পাখতুন খোয়া প্রদেশের বান্নু জেলার জানিখেল এলাকায় সন্ত্রাসীদের হামলায় এক সৈন্য নিহত হয়েছিল। এর আগে ৫ জানুয়ারি একই প্রদেশে নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসীর পাশাপাশি আরও দুই সেনা নিহত হন।