শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারে ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন এর উদ্যাগে গরীব ও অসহায় পরিবারের মধ্যে সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে আজ ১২ এপ্রিল দুপুরে। ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন বালাগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও শিক্ষা নবিশ আইনজীবী মোঃ আরব আলী এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ১নং পৃর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা আওয়াামী লীগ এর সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মশাহিদ আহমদ, ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহ আলম সজিব, সাধারণ সম্পাদক রনজিত বৈদ্য অমিত, সাংগঠনিক সম্পাদক রিন্টু দাশ। ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন এর চেয়ারম্যান লন্ডন প্রবাসী ছায়াদ মিয়া কাজল ও লন্ডন প্রবাসী আব্দুল ওয়াহিদ লিলু এবং মাম ট্রাষ্ট ইউ.কে এর সার্বিক পরিচালনায় প্রায় ১২০টি পরিবারকে চাল, ডাল, তৈল,ছানাসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।