সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:১৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার: আজ শনিবার (২৯ জানুয়ারী) কুলাউড়া থানার ইন্সপেক্টর তদন্ত আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই পরিমল চন্দ্র দাস, এএসআই আবু আহমেদ সুজন সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া পৌরসভার মধ্য জয়পাশা গ্রামের ছত্তার মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে শেখ সাজিদ (২৫) নামের এক মাদক কারবারিকে ৭০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত শেখ সাজিদ কুলাউড়া উপজেলার মধ্য জয় পাশা এলাকার শেখ রজমুল মিয়ার ছেলে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বলেন কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০০ গ্রাম গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো জানান কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।