রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
সাকের আহমদ :: মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীনা রহমানের তড়িত তৎপরতায় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেলো মৌলভীবাজার শহরতলির জগন্নাথপুর এলাকার একটি বাড়ি। সোমবার দুপরের পর এ ঘটনাটি ঘটে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিস ইউনিটের ফায়ার ফাইটার সাকিন হোসেন জানান, সোমবার দুপুরের পর জগন্নাথপুর এলাকার ইলিয়াস হোসেনের বাড়ি সংলগ্ন খড়ের গাদায় আগুন লাগে। এ সময় সদর উপজেলার ইউএনও সাবরীনা রহমান ফোন দেন। ফায়ার সার্ভিস ইউনিট তাঁর সাথে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই বাড়ির ঘরের পাশেই খড়ের গাদা। তড়িৎ পদক্ষেপ না নিলে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়তো। বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে বাড়িটি।
ইউএনও সাবরীনা রহমান বলেন, ‘লাঞ্চের জন্য বাসায় যাচ্ছিলাম। পথে ফোন পেলাম। আগুন লেগেছে। গাড়ি ঘুরিয়ে ফায়ার সার্ভিসের অফিস থেকে ফায়ার ফাইটারদের সাথে নিয়ে স্পটে যাই। শুকনো খড়ের পালায় আগুন। ঢুকে গেছে নিচ পর্যন্ত। নিয়ন্ত্রণে আনা গেছে আগুন। ধন্যবাদ ফায়ার সার্ভিস সদস্যদের।
ইউএনও বলেন, সমস্যা হলো রাস্তা এত অপ্রশস্ত যে ফায়ার সার্ভিসের বড় গাড়িটা ঢুকতেই পারল না। ভাগ্য ভালো পাশেই পুকুর ছিল।
তবে ইউএনও শঙ্কা প্রকাশ করে বলেন- যেভাবে জলাশয় ভরাট শুরু হয়েছে, ভবিষ্যতে কী হবে?