শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে খুলনা টাইগার্সকে ৬ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। প্রথমে ব্যাট হাতে ২৭ বলে ৪১ রান করেন সাকিব। এরপর বল হাতে চার ওভার করে নেন সৌম্য সরকার ও রনি তালুকদারের গুরুত্বপূর্ণ দুটি উইকেট। ইয়াসির আলী রাব্বি, মুশফিকুর রহিমদের দুটি আগ্রাসী ইনিংসেও তীরে এসে তরী ডুবিয়েছে খুলনা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাটিং নেয় বরিশাল। দলীয় ১৮ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় তারা। ৫ বলে ৯ রান করেন হুট করেই ওপেনিংয়ে নেমে পড়া ডোয়াইন ব্রাভো। তার সঙ্গী ক্রিস গেইলের ব্যাটে আসে ৯ বলে ৪ রান।
এরপর তৌহিদ হৃদয়ও ৫ রানে ফিরে যান। তারপর সাকিবের সঙ্গে ৭৯ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। ৪০ বলে ৪৫ রানের ইনিংস খেলেন শান্ত। শেষপর্যন্ত বরিশাল থেমেছে ১৮.৫ ওভারে ১৪৫ রান করে।
খুলনার হয়ে খালেদ আহমেদ ৪১ রান খরচায় তিনটি, কামরুল ইসলাম রাব্বি ও ফরহাদ রেজা দুটি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩৫ রানের মাঝেই চার উইকেট হারায় খুলনা। এরপর লম্বা জুটি গড়ে দলকে আশার আলো দেখাতে থাকেন মুশফিক ও ইয়াসির আলী রাব্বি। মুশফিক ২২ বলে ৩৩ রান করে ফিরলেও ৩৪ বলে ৫৭ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ইয়াসির।
তবুও জয় পায়নি খুলনা। ২০ ওভারে ছয় উইকেটে ১৩৯ রান করে থামে দলটি। বরিশালের হয়ে তিনটি উইকেট নেন ব্রাভো। বাকি উইকেটটি তরুণ পেসার শফিকুল ইসলামের।
সংক্ষিপ্ত স্কোর-
ফরচুন বরিশাল- ১৪৫/১০ (১৮.৫ ওভার) (শান্ত ৪৫, সাকিব ৪১; খালেদ ৩/৪১)
খুলনা টাইগার্স- ১৩৯/৬ (২০ ওভার) (ইয়াসির ৫৭*, মুশফিক ৩৩; ব্রাভো ৩/৪০, সাকিব ২/১০)