বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: ২৫ বছর আগে ২৫০ বোতল ফেনসিডিলসহ আটক হয়েছিলেন যশোরের বাদল কুমার পাল। সে ঘটনায় করা মামলায় তাকে বিচারিক আদালত যাবজ্জীবন দণ্ড দেন। দীর্ঘ আড়াই দশক ধরে চলা মামলাটির চূড়ান্ত রায়ে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ বিচারিক আদালতের দেয়া দণ্ড বহাল রেখেছেন।
হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল নিয়ে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
১৯৯৭ সালে যশোরের চৌগাছায় ২৫০ বোতল ফেনসিডিলসহ আটক হয় বাদল কুমার পাল। ২০০০ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। আপিলের পর ২০০৩ সালে বাদলকে খালাস দেন হাইকোর্ট। খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।
১৯ জানুয়ারি আপিলের শুনানি শেষ হয়। মঙ্গলবার মামলার চূড়ান্ত রায় দেয় আদালত। রায়ে আদালত বাদল কুমারকে বিচারিক আদালতের দেয়া যাবজ্জীবন সাজা বহাল রাখেন।