বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক :: মহামারি করোনাভাইরাসের কারণে নানা অর্থনৈতিক সমস্যার মধ্যেও ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব হয়েছে বার্সেলোনা।
৪ হাজার ৭৬০ মিলিয়ন ডলার নিয়ে ফোবর্সের তালিকায় শীর্ষে অবস্থান করছে স্পেনের ক্লাবটি। ৪ হাজার ৭৫০ মিলিয়ন ডলার নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।
এর পরই রয়েছে বায়ার্ন মিউনিখ (৪ হাজার ২১৫ মিলিয়ন ডলার), ম্যানচেস্টার ইউনাইটেড (৪ হাজার ২০০ মিলিয়ন ডলার) ও লিভারপুল (৪ হাজার ১০০ মিলিয়ন ডলার)।
ফোর্বসের এই তালিকায় প্রথমবারের মতো সেরা দশে স্থান করে নিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। গেল ১৩ বছরে ক্লাবটির মূল্য বেড়েছে ১২৯ শতাংশ। ২০০৮ সালে পিএসজির মূল্য ছিল ১.৪ বিলিয়ন ডলার। ২০২১ সালে সেটি বেড়ে হয়েছে ২.৫ বিলিয়ন ডলার।