রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি : নেছার আহমদ এমপি সিপিএএম টি-২০ ক্রিকেট টূর্ণামেন্ট প্লেয়ার ড্রাফট সিজন-৯ ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব মৌলভীবাজার- সিপিএএম এর উদ্যোগে শুরু হচ্ছে নেছার আহমদ এমপি সিপিএএম টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২। এ উপলক্ষে রোববার রাতে স্থানীয় ‘টি-ভিলায়’ অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার ড্রাফট সিজন-৯।
ক্রিকেটার নিলাম কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য নেছার আহমদ এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান। এ সময় ক্রীড়া সংগঠক ও ক্রিকেটররা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো-
• ক্রিক ফাইটার্স, টিম মালিক- শোয়েব আহমেদ, আইকন প্লেয়ার- হানজালা।
• শাহমোস্তফা লিজেন্ডস, টিম মালিক- সারওয়ার মজুমদার ইমন, আইকন প্লেয়ার- তাজিদ।
• ইউনিটি, টিম মালিক- সৈকত, আইকন প্লেয়ার- রাহুল।
• কামালপুর সিপিএ, টিম মালি- মাহবুব ইজদানি ইমরান, আইকন প্লেয়ার- রায়হান।
• আর এস রিয়েল সোলজার্স, টিম মালিক: রাহিম আহমেদ (USA), আইকন প্লেয়ার- ফরহাদ।
• ফ্রেন্ডস গার্ডেন, টিম মালিক- জসনু, আইকন প্লেয়ার ফরহাদ জুনিয়র।
• অল স্কোয়ার সোলজার্স, টিম মালিক- সাগর, আইকন প্লেয়ার- তপন।
• স্কোরপিয়ন, টিম মালিক- রায়হান ও শাখাওয়াত, আইকন প্লেয়ার- শাহনুর।
উল্লেখ্য মৌলভীবাজারের সহস্রাধিক ক্রিকেটারের সংগঠন সিপিএএম দীর্ঘদিন ধরে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে যাচ্ছে। এ বছর অনুষ্ঠিত হবে সিজন-৯। এই টুর্নামেন্টটির নামকরণ করা হয়েছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নেছার আহমদ এমপির নামে।