রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতকে শত্রুর হাত থেকে রক্ষায় সহায়তা করতে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী একটি ডেস্ট্রোয়ার ও যুদ্ধবিমান মোতায়েন করতে যাচ্ছে। দেশটি ইয়েমেন বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়ার পর ওয়াশিংটন এমন সিদ্ধান্ত গ্রহণ করে। যুক্তরাষ্ট্রের দেয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়।
ইউএইতে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও আবুধাবির যুবরাজ মোহাম্মাদ বিন জায়েদ আল-নাহিয়ানের মধ্যে ফোনালাপের পর ইয়েমেন বিদ্রোহীদের ‘চলমান হুমকি মোকাবেলায় ইউএইকে সহযোগিতা’ করতে এ যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করা হচ্ছে।