1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

আজ বিয়ে করছেন অভিনেত্রী তাসনুভা তিশা

  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৮৯ বার পঠিত

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশার বিয়ে আজ বুধবার (২ ফেব্রুয়ারি)। বরের নাম সৈয়দ প্রিন্স আসকার। সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের একটি অভিজাত রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ সময় দুই পরিবারের সদস্য ছাড়াও বর-কনের ঘনিষ্ঠজন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এক বছরের বেশি সময় সম্পর্কে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তাসনুভা তিশা। এর আগে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাগদান সারেন ‘আগস্ট ১৪’-খ্যাত অভিনেত্রী। সোমবার (৩১ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয় গায়ে হলুদের অনুষ্ঠান। সেখানে নেচে-গেয়ে অতিথিদের সঙ্গে মুগ্ধতা ছড়ান কনে নিজেও। যেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও অভিনেতা মনোজ প্রামাণিকসহ শোবিজের অনেকে।

তিশা জানান, ২০২০ সালের ডিসেম্বরে আসকারের সঙ্গে তার পরিচয়, এরপরই তাদের ঘনিষ্ঠতা ও প্রেম। দুই পরিবারকে বিষয়টি জানানোর পর সম্মতি পেয়ে তারা বিয়ে করছেন।

এটি তাসনুভা তিশার তৃতীয় বিয়ে। এর আগে ভালোবেসে ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর ফারজানুল হকের সঙ্গে ঘর বাঁধেন তিনি। তবে চার বছরের মাথায় এ সংসার ভেঙে যায়। তার আগেও এ অভিনেত্রীর আরেকটি সংসার ছিল।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..