বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:২৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় ও অন্যজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
মৃতরা হলেন ময়মনসিংহ সদরের আবুল খালেক (৮৪) এবং গাজীপুর সদরের ওয়াহাব (৫০)।
আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করে জানান, আইসিইউতে চিকিৎসাধীন চারজনসহ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে মোট ৯৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৫৬ জনের করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১ জন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেষ্টে ১৫২ নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ শতাংশ।