রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:৪৫ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে আগুনে পুড়ে ভাইবোনের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারঘোনা এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।
নিহশরা হলো মিনহাজ (১৬) ও তার বোন রুহী (৩)। তারা পশ্চিম কাহারঘোনা এলাকার মো. ইদ্রিসের সন্তান।
বাঁশখালী থানার এসআই দীপক কুমার সিংহ
বলেন, রাত ৯টার দিকে হঠাৎ বসতঘরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘরের ভেতর মিনহাজ ও রুহী ঘুমন্ত অবস্থায় ছিল। যে কারণে তারা ঘরে থেকে বের হতে পারেনি। আগুনে পুড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।
এসআই দীপক বলেন, ঘরের বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।