মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:০০ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে আরও ৩২ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ১৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৩২ জনের ফল পজিটিভ আসে। শনাক্তের হার ১৯ দশমিক ৩ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৭২১ জনে।
এর আগে সোমবার মৌলভীবাজারে ৩৯ জনের করোনা শনাক্ত হয়। ওইদিন শনাক্তের হার ছিল ১৬ দশমিক ২ শতাংশ।
নতুন শনাক্তের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারী ১৮ জন, শ্রীমঙ্গলে ৬ জন, কুলাউড়ায় ৫ জন, কমলগঞ্জে ২ জন এবং জুড়ীতে ১ জন রয়েছেন।
মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ জন। এতে করে জেলায় করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৬৩০ জন।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন। করোনা সংক্রমিত হয়ে হাসপাতাল ছাড়াও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৮৯৩ জন।
মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ৭২ জন মারা গেছেন। এদের মধ্যে ২৪ জন বাড়িতে এবং ৪৮ জন হাসপাতালে মৃত্যুবরণ করেন।