বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৫:৪১ পূর্বাহ্ন
মিজানুর রহমান মিজান : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনামতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাত ফেরিসহ বর্ণিল আয়োজনে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া জেলার সাতটি উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের অংশগ্রহণে দিবসটি পালনে সভায় আলোচনা হয়। শহীদ মিনারে আলপনা আঁকা এবং শিশু একাডেমির শিশুরা চিত্রাঙ্কন আঁকবে বলে সভায় জানানো হয়।
প্রস্তুতি সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল হক।
এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহি অফিসার সাবরীনা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মুজাহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুর রহমান, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল, শিক্ষক রেজাউর রহমান, সেলিনা হোসেন ও লিটন খান প্রমুখ।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদি হাসান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।